ভাসানচরে পৌঁছালো আরো ১ হাজার ৪৬৪ রোহিঙ্গা

কক্সবাজারের উখিয়া ও কুতুপালং ক্যাম্প থেকে তৃতীয় দফার দ্বিতীয় দিনে আরো ১ হাজার ৪৬৪ জন রোহিঙ্গা ভাসানচরে পৌঁছেছে। শনিবার (৩০ জানুয়ারি) বেলা ১টার দিকে তারা ভাসানচরে পৌঁছায়।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম বোট ক্লাব থেকে চারটি জাহাজে রোহিঙ্গারা রওনা হয়। এর আগে গত মাসে দুই দফায় ৩ হাজার ৪৪৬ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়।
সম্পর্কিত খবর
ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তর প্রক্রিয়ার সঙ্গে যুক্ত একটি সরকারি সংস্থার কর্মকর্তারা বলেন, স্বেচ্ছায় ভাসানচরে যেতে ইচ্ছুক প্রায় ৪০ হাজার শরণার্থীর তালিকা প্রস্তুত হয়েছে। ফেব্রুয়ারিতে চতুর্থ দফায় আরও অন্তত ৫ হাজার রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তরের প্রস্তুতি চলছে।
মিয়ানমারে হত্যা ও নির্যাতনের মুখে ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় ৮ লাখ রোহিঙ্গা। এর আগে আসে আরও কয়েক লাখ। বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩৪টি আশ্রয়শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা সাড়ে ১১ লাখ।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি