তিন এসপিকে বদলি
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২১, ২০:৪৭

পুলিশ প্রশাসনে বিসিএস ক্যাডার পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, নরসিংদীর এসপি প্রলয় কুমার জোয়ারদারকে যশোর ও শেরপুরের এসপি কাজী আশরাফুল আজীমকে নরসিংদীর এসপি হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া যশোরের এসপি মুহাম্মদ আশরাফ হেসেনকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (ডিসি) হিসেবে বদলি করা হয়েছে।
সম্পর্কিত খবর
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এর আগে গত বছরের ৯ ডিসেম্বর শেরপুরের এসপি আশরাফুল আজীমকে গাজীপুরে বদলি করা হয়েছিল। এই প্রজ্ঞাপনের মাধ্যমে আগের আদেশটি বাতিল করা হয়েছে।
পূর্বপশ্চিমবিডি/এসএস