দুই অধিদপ্তরে নতুন ডিজি, দুই করপোরেশনে চেয়ারম্যান

যুব উন্নয়ন অধিদপ্তরে ও মহিলাবিষয়ক অধিদপ্তরে মহাপরিচালক (ডিজি) এবং পর্যটন করপোরেশন ও বাংলাদেশ রসায়ন শিল্প করপোরেশনে (বিসিআইসি) নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (২০ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
যুব উন্নয়ন অধিদপ্তরে নতুন মহাপরিচালক নিয়োগ পেয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সদস্য (অতিরিক্ত সচিব) মো. আজহারুল ইসলাম খান। অবসরে যাওয়ার সুবিধার্থে গত ১৭ জানুয়ারি যুব উন্নয়নঅধিদপ্তরে মহাপরিচালক আক্তারুজ্জামানকে ওএসডি করা হয়।
সম্পর্কিত খবর
পর্যটন করপোরেশনের চেয়ারম্যান (গ্রেড-১) হয়েছেন মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) পারভীন আক্তার।
অপরদিকে পর্যটন করপোরেশনের চেয়ারম্যান (গ্রেড-১) রাম চন্দ্র দাসকে মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) হিসেবে বদলি করা হয়েছে।
অপর আদেশে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. আহছানে এলাহী বাংলাদেশ রসায়ন শিল্প করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন।
পূর্বপশ্চিমবিডি/জিএস