স্বাভাবিক জীবনে ফিরতে আত্মসমর্পণ করলেন ৯ জঙ্গি

স্বাভাবিক জীবনে ফিরতে র্যাবের কাছে আত্মসমর্পণ করেছেন নয়জন জঙ্গি। তাদের মধ্যে ছয়জন জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ও তিনজন আনসার আল ইসলামের সদস্য।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকালে র্যাব সদর দপ্তর থেকে জানানো হয়, তারা সবাই র্যাব সদর দপ্তরে গিয়ে আত্মসমর্পণ করেন।
সম্পর্কিত খবর
এই নয় জন হলেন, শাওন মুনতাহার ইবনে শওকত (৩৪), ডা. নুসরাত আলী জুহি (২৯), আবিদা জান্নাত আসমা (১৮), মোহাম্মদ হোসেন ওরফে হাসান গাজী (২৩), মো. সাইফুল্লাহ (৩৭), মো. সাইফুল ইসলাম (৩১), মো. আব্দুল্লাহ আল মামুন (২৬), মো. সাইদুর রহমান (২২), আব্দুর রহমান সোহেল (২৮)।
র্যাব জানায়, এদের মধ্যে বেশ কয়েকজন উচ্চশিক্ষিত। জঙ্গি সংগঠনকে সক্রিয় রাখতে তারা অর্থ ও মেধা দিয়ে সাহায্য করেছেন। তারা এক সময় বুঝতে পারেন যে এটি ইসলামের পথ না। এ কারণেই তারা আত্মসমর্পণের সিদ্ধান্ত নেন। এই নয় জনকেই আইনি সহায়তা দেওয়ার কথা জানান র্যাব কর্মকর্তারা।
পূর্বপশ্চিমবিডি/এসএম