ডিএমপির ৩ সহকারী কমিশনারকে বদলি
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২০, ১৩:০৪

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ডিএমপি পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে তাদের বদলি করা হয়।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) ডিএমপির গণমাধ্যম শাখা থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
সম্পর্কিত খবর
ডিএমপির গণমাধ্যম শাখা থেকে বলা হয়, বুধবার (২ ডিসেম্বর) যাদের বদলি করা হয়েছে তারা হলেন- সহকারী পুলিশ কমিশনার সুজয় সরকারকে সহকারী পুলিশ কমিশনার অপারেশন্স বিভাগ, সহকারী পুলিশ কমিশনার দেবাশীষ কর্মকারকে সহকারী পুলিশ কমিশনার ডিপ্লোমেটিক সিকিউরিটি ও সহকারী পুলিশ কমিশনার শরিফ মোহাম্মদ ফারুকুজ্জামানকে সহকারী পুলিশ কমিশনার সিটি ইন্টেলিজেন্স এনালাইসিস বিভাগে বদলি করা হয়েছে। জনস্বার্থে এ বদলি করা হয়।
পূর্বপশ্চিমবিডি/এসএম