ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধের
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২০, ১২:০৭

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তাঁর বয়স আনুমানিক (৬৫) বছর। শনিবার (২৮ নভেম্বর) সকালে ঢাকা-ভৈরব রেলওয়ের কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও ফকিরবাড়ি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে নরসিংদী রেলওয়ে পুলিশ।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সরকারি উপ-পরিদর্শক (এএসআই) শাহ আলম জানান, রাতের কোনো এক সময় ভৈরবগামী কোনো ট্রেনে কাটা পড়ে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার দেহ কয়েকটি টুকরো হয়ে গেছে। নিহতের নাম-পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতের বয়স আনুমানিক ৬৫ বছর। মরদেহ উদ্ধার করে নরসিংদীর মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরনে চেক লুঙ্গি ও ফুল হাতা কালো গেঞ্জি রয়েছে।
সম্পর্কিত খবর
পূর্বপশ্চিমবিডি/এমএস