অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার

ঢাকার কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের বোরহানিরভাগ এলাকায় অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে রাজন মাহমুদ (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে। রাজন ওই এলাকার গিয়াাস উদ্দিনের ছেলে। এ ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে রোববার রাতে (১ নভেম্বর) কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ ধর্ষককে গ্রেপ্তার করেছে।
ধর্ষিতার মা বলেন, ধর্ষক রাজন মাহমুদের সঙ্গে ফেসবুকে পরিচয় হয় আমার মেয়ের। এরপর মিথ্যা কথা বলে ও ভুল বুঝিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে আমার বাসা ফাঁকা পেয়ে একাধিকবার ধর্ষণ করেছে। আমার মেয়ে ধর্ষণের ঘটনা আমাকে জানালে আমি এর প্রতিবাদ করি। পরে ধর্ষক রাজন গত ৩১ অক্টোবর মধ্যেরাতে জোরপূর্বক মৃত্যুর ভয় দেখিয়ে স্থানীয় এক কাজীর মাধ্যমে দেনদরবার করে দুই লাখ টাকা দেনমোহরে বিয়ে পড়ান। যা আমাদের ও আমার মেয়ের ইচ্ছার বিরুদ্ধে ছিল। কিন্তু ধর্ষণের ফলে আমার মেয়ের শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করি। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ওর অবস্থা আশঙ্কাজনক।
সম্পর্কিত খবর
কেরানীগঞ্জ মডেল থানার ওসি কাজি মাইনুল ইসলাম বলেন, রোববার রাতে ধর্ষিতার মা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। এরপরই রাজনকে গ্রেপ্তার করা হয়।
পূর্বপশ্চিমবিডি/এসএস