রাজধানীতে বাইসাইকেল-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ১ জনের
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০১৯, ১০:২৯

রাজধানীর ক্যান্টনমেন্ট মাটিকাটা এলাকায় বাইসাইকেল-মোটরসাইকেল সংঘর্ষে জহিরুল হক নামের একজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও দুই জন।
সোমরাব (২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ঘটনার পর আহত অবস্থায় তিনজনকে সিএমএইচ হাসপাতালে নেওয়ার পথে বাইসাইকেল চালক জহিরুল হক মারা যান।
ক্যান্টনমেন্ট থানার উপ-পরদির্শক (এসআই) শ্যামল আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, রাত সাড়ে ৯টার দিকে ক্যান্টনমেন্ট মাটিকাটা এলাকায় মোটরসাইকেল ও বাইসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিন জন গুরুতর আহত হন। তাদের সিএমএইচ হাসপাতালে নেওয়ার পথে বাইসাইকেল চালক জহিরুল হক মারা যান। আহত দুই মোটরসাইকেল আরোহী মেহেদী ও শেখ সাদী চিকিৎসাধীন রয়েছেন।
পূর্বপশ্চিমবিডি/এসএম