‘২৪ অক্টোবর থেকে পেঁয়াজ দিতে চেয়েও দিলো না ভারত’

গেল ১৩ সেপ্টেম্বর পেঁয়াজের রফতানিমূল্য বৃদ্ধির পর ২৯ সেপ্টেম্বর রফতানি বন্ধ করে দিলো ভারত। আমরা ধারণা করেছিলাম এ সিদ্ধান্ত সাময়িক। কথা হয় ভারতের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে। আমরা বলেছিলাম, বন্ধ করে দিলে সমস্যায় পড়বো। তিনি বলেছিলেন, ২৪ অক্টোবর আবার পেঁয়াজ রফতানি চালু করে দেবে। কিন্তু তারা দিলো না।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি একথা জানান।
মন্ত্রী বলেন, মিশর থেকে আমাদের দেশে জাহাজে আসতে ২০/২২ দিন লেগে যায়। তাই তাড়াহুড়া করে আনা যায় না। সাতদিনের মতো লাগে প্লেনে করে। সেখানে কার্গো বুক করতেও ৩ থেকে ৪ দিন লেগে যায়। এসব কারণেই দেরি হয়েছে।
তিনি বলেন, আমাদের প্রতিবছর ৬-৭ লাখটন পেঁয়াজ ঘাটতি থাকে৷ আর আমদানি হয় ৮-৯ লাখ টন। এবার আমাদের যে সংকট দেখা দিল সেটা পেঁয়াজ ওঠানোর আগে। আর সে সময় ভারত রফতানি বন্ধ করে দেয়।
বাণিজ্যমন্ত্রী বলেন, কৃষকের ন্যায্য দাম নিশ্চিত করতে উৎপাদন ও ওঠানোর মৌসুমে পেঁয়াজ আমদানি বন্ধ রাখা হবে। ফলে আশা করছি এ উদ্যোগ নিতে পারলে আগামী ৩/৪ বছরের মধ্যে পেঁয়াজের ঘাটতি মিটে যাবে।
পূর্বপশ্চিমবিডি/কেএম