২৪ ঘণ্টায় ১৫১ ডেঙ্গুতে আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি

ডেঙ্গুর মৌসুম (পিক) ইতোমধ্যে শেষ হলেও প্রতিদিনই আক্রান্ত হচ্ছে নতুন নতুন রোগী। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে বাড়ছে ভর্তি রোগীর সংখ্যা।
গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে ১৫১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৫৭ জন এবং ঢাকার বাইরে ৯৪ জন।
সম্পর্কিত খবর
স্বাস্থ্য অধিদফতরের ‘হেলথ ইমার্জেন্সি অপরেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী গত ১ জানুয়ারি থেকে ২ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৬ হাজার ৪৬২ জন। এর মধ্যে ৯৫ হাজার ২৪৯ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ৯৬৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। যার মধ্যে ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে ৪১৯ জন এবং অন্যান্য বিভাগে ৫৪৬ জন।
পূর্বপশ্চিমবিডি/ওআর