হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

রাজধানীর যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারে দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আহত হয়েছেন দুজন।
সম্পর্কিত খবর
বুধবার (১৭ অক্টোবর) মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতর নাম পরিচয় জানা যায়নি। আহত দুজন হলেন- মো. সোহেল হোসেন (৩০) ও খাদিজা আক্তার (২৫)।
ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বলেন, মধ্যরাতে দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি মোটরসাইকেল একদিকে আর তিনজন অন্যদিকে পড়ে আছে। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আর সোহেলের অবস্থা খারাপ হওয়ায় তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে পাঠানো হয়েছে।
পূর্বপশ্চিমবিডি/এসএম