Most important heading here

Less important heading here

Some additional information here

Emphasized text
  • বুধবার, ১৬ অক্টোবর ২০১৯, ১ কার্তিক ১৪২৬
  • ||

জুলাইয়ের শেষ নাগাদ আবরার ফুটওভার ব্রিজ

প্রকাশ:  ০৩ জুন ২০১৯, ১৫:১৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট icon

জুলাইয়ের শেষ নাগাদ আবরার ফুটওভার ব্রিজের নির্মাণ কাজ শেষ হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

সোমবার (৩ জুন) নির্মাণাধীন এ ব্রিজ পরিদর্শনে গিয়ে এ কথা জানান তিনি।

আতিকুল ইসলাম বলেন, ই ফুটওভার ব্রিজের কাজ করতে এসে আমাদের অভিজ্ঞতা হয়েছে মাটির নিচে অনেক ধরনের সার্ভিস লাইন থাকে। একটি সার্ভিস লাইনেরও ক্ষতি না করে নির্মাণ কাজ করতে হচ্ছে। ফলে সময় একটু বেশি লাগছে। ফুটওভার ব্রিজটির ফাউন্ডেশনের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।

তিনি বলেন, ঈদের পর সুপার স্ট্রাকচারের কাজ শুরু হবে। আশা করছি আগামী মাসের শেষ নাগাদ এটি পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া যাবে।

ডিএনসিসি মেয়র বলেন, রাজধানীর সার্ভিস লাইনগুলোর সঠিক অবস্থান নির্ণয়ে ম্যাপিং করার সময় এসেছে। কোথায় কোন সার্ভিস লাইন রয়েছে এসব বিষয় জানতে পারলে কাজ করতে সহজ হবে। তাই এখন সময়ের দাবি একটি ম্যাপিং করা। পথচারীদের সুবিধার্থে ফুটওভার ব্রিজটিতে সিঁড়ির পাশাপাশি এস্কেলেটর থাকবে বলে জানান উত্তরের মেয়র।

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রি. জেনারেল যুবায়ের সালেহীন উপস্থিত ছিলেন।


পিপিবিডি/এসএম

আবরার ফুটওভার ব্রিজ,ডিএনসিসি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত