Most important heading here

Less important heading here

Some additional information here

Emphasized text
  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৯, ৪ আশ্বিন ১৪২৬
  • ||
শিরোনাম

যোগা‌যোগ ব্যবস্থা ইতিহা‌সের সব‌চে‌য়ে ভালো অবস্থায়: কা‌দের

প্রকাশ:  ০২ জুন ২০১৯, ১৪:১১
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট icon

সড়ক মহসড়‌কে যোগা‌যোগ ব্যবস্থা এবার ইতিহা‌সের সব‌চে‌য়ে ভালো অবস্থায় উপ‌নীত হ‌য়ে‌ছে বলে মন্তব্য করেছেন সড়ক প‌রিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কা‌দের।

রোববার (২ মে) নারায়ণগ‌ঞ্জের মেঘনা টোল প্লাজা এলাকায় হাইও‌য়ে পু‌লি‌শের কমান্ড এন্ড ম‌নিট‌রিং ক‌ন্ট্রোল সেন্টা‌রের উদ্বোধন অনুষ্ঠা‌নে গণমাধ্যমকর্মী‌দের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, যোগা‌যোগ ব্যবস্থার উন্নয়‌নের ফ‌লে ঢাকা থে‌কে কুমিল্লায় দেড় ঘন্টায় এবং চট্টগ্রামে চার ঘন্টায় যানবাহন পৌঁছাতে সক্ষম হ‌য়ে‌ছে। ঘরমু‌খো মানু‌ষের যাত্রা এবার অবিস্মরণীয় স্ব‌স্তিদায়ক হ‌য়ে‌ছে। এ ছাড়া মহাসড়‌ক চার লে‌নে উন্নীত হ‌ওয়ায় উত্তর জনপ‌দেও দুর্ভোগের অবসান হ‌য়ে‌ছে।

জঙ্গিবাদকে বৈশ্বয়িক সমস্যা উল্লেখ করে সেতুমন্ত্রী ব‌লেন, হ‌লি আর্টি‌জানের পর জ‌ঙ্গিবাদ মোকা‌বেলায় আমরা সক্ষমতা অর্জন ক‌রে‌ছি। আসন্ন ঈদের জামাত‌কে কেন্দ্র ক‌রে জ‌ঙ্গি হামলা উড়ি‌য়ে দেয়া‌ যায় না। ত‌বে আমা‌দের আইনশৃঙ্খলা বা‌হিনী তা মোকা‌বেলা করার জন্য তৎপর র‌য়ে‌ছে।

বিএন‌পির মহস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগী‌রের সাম্প্রতিক এক বক্ত‌ব্যের প্রে‌ক্ষি‌তে ওবায়দুল কাদের ব‌লেন, অতী‌তে যারা দুর্নীতি‌তে তিনবা‌রের বিশ্ব চ্য‌ম্পিয়ান হ‌য়ে‌ছে এবং যা‌দের বি‌রুদ্ধে এখ‌নো দুর্নীতির বিচার চল‌ছে তা‌দের মুখে দুর্নীতির অভি‌যোগ ভূ‌তের মু‌খে রাম ছাড়া কিছু নয়।

অনুষ্ঠানে হাইও‌য়ে পু‌লি‌শের ডিআইজি আতীকুল ইসলাম ও নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন।


পিপিবিডি/এসএম

ওবায়দুল কা‌দের
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত