Most important heading here

Less important heading here

Some additional information here

Emphasized text
  • সোমবার, ১৯ আগস্ট ২০১৯, ৪ ভাদ্র ১৪২৬
  • ||

প্রধানমন্ত্রীকে ওআইসি সম্মেলনের আমন্ত্রণ জানালেন সৌদি বাদশা

প্রকাশ:  ১৬ মে ২০১৯, ১৬:৩১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট icon
সৌদি আরবের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আমির ওমর সালেম ওমরের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

১৪তম ওআইসি সম্মেলনে অংশ নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।

বৃহস্পতিবার (১৬ মে) সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে বাদশাহর আমন্ত্রণপত্র পৌঁছে দেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আমির ওমর সালেম ওমর।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

প্রেস সচিব জানান, সৌদি বাদশার আমন্ত্রণ গ্রহণ করে সম্মেলনে যোগ দেওয়ার সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুন মাসের শুরুতেই সৌদি আরবের মক্কায় ওআইসির ১৪তম সম্মেলন অনুষ্ঠিত হবে।

সৌদি বাদশাহ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রমজানের শুভেচ্ছাও জানিয়েছেন।

সৌদি-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কে সন্তোষ প্রকাশ করে বর্তমানে দুই দেশের মধ্যে বিশেষ সম্পর্কের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সৌদি আরবের সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়।

সৌদি আরবও বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় বলে উল্লেখ করেন রাষ্ট্রদূত।


পিপিবিডিনিউজ/কেএম

প্রধানমন্ত্রী,আমির ওমর সালেম ওমর,ওআইসি সম্মেলন
apps
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত