দ্বিবিংশ বছর
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২২, ০৬:৩৯ | আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ০৬:৫০

দ্বিবিংশ বছর
দূরে যা বিষন্নতা-
পেরিয়ে বিবর্ণ দিন
সম্পর্কিত খবর
মুছে ফেলে অশ্রুকণা
সুদিনের স্বপ্ন নিয়ে
হৃদয়ে বাজনা নাচাই
শুভ হবে নতুন বছর।.
গেল দিনে আকাল ছিল
জীবানু দূষণ বন্দিজীবন
থমকে থাকা চলার চাকায়
কান্না ছিল স্বজনহারা।
কফিনে পেরেক ঠুকে
কাফনের কাপড় দিয়ে
রঙিনজামা বানাতে চাই
শুভ হবেই দ্বিবিংশ বছর।.
লেখক: বার্তা সম্পাদক, পূর্বপশ্চিমবিডি
পূর্বপশ্চিম- এনই