বন্ধুর ফুল বাগানে
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২১, ০২:৫৮ | আপডেট : ১০ জানুয়ারি ২০২১, ২৩:৫৮

আমরা কজন যাচ্ছি মিলে, বন্ধুর নিমন্ত্রণে
এটাই ভেবে আজ মনটা কারো, রইছেনা যে ঘরে।
সম্পর্কিত খবর
সবাই মিলে মাতবো মোরা, গল্প-গানের মাঝে
আড্ডা মোদের শেষ হবে যে নৈশ্যভোজের পরে।সহপাঠী সবাই মোরা, নেই যে কোন দুরত্ব
একই ক্লাসে পড়েছি সবাই ভিন্ন জেলার হয়তো।
অনেক বছর পরে সবাই, একই নীড়ে মিলিত
মনের টানের বন্ধনে আজ হয়েছি যে একত্ব।নেই যে কারো দ্বিধা মনে, সবার প্রাণই এক
বিকেলটা যে ফুরাবেনা আজ, জমবে আলাপ বেশ।
ছেলে-মেয়ের নেই ভেদাবেদ, একই প্রাণের গাথা
সম-মনের মানুষ যে মোরা নেইতো মনে দ্বিধা।বহুদুরের পথ পেরিয়ে, আসবো একটি নীড়ে
সবাই মোরা মিলব যে আজ ভালবাসার টানে।
সকলেরই পন মোদের, বিকেলটা কাটবে হেসে
ক্লান্তি মনের দূর হবে যে, বন্ধুর ফুল বাগানে এসে।আজ থেকেই সবাই মেরা, শপথ নিতে চাই
জীবন চলার মাঝে যেন, কেও না হারিয়ে যাই।
যোগাযোগটা থাকবে মোদের সারাটা জীবনভর
সবার কাছে এই মিনতি, ভুলবুঝে কেউ না হই যেন পর।পূর্বপশ্চিমবিডি/ এনএন