মালিহা পারভীনের কবিতা ‘বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান’
প্রকাশ: ২১ নভেম্বর ২০২০, ১৫:০৮

প্রতিদিন ডাল ভাতে মজনুর খেদ,
মিসকিন মেয়েদের দেহে নাই মেদ।
সম্পর্কিত খবর
সাধ হলো এক রাতে রুচি বদলানো,
শিক্ষিত ফিটফাট মেয়ে পাল্টানো।বাস থেকে এক মেয়ে ব্যাগ হাতে নামে,
পিছু নেয় মজনু পৌষ মাসে ঘামে।
শীত রাত, জনহীন, পথ সুনসান
বেজে উঠে তার মনে কামনার গান।সুযোগে সে যায় পেয়ে মেয়েটাকে বাগে,
পুরুষের শক্তিতে আর কিছু লাগে!
আল্লাহর দরবারে হাজার শোকর,
ভাগ্যিস নারী জাতি দেহে দুর্বল!দাঁত ভাঙা মজনু কাঁপে হেঁটে যেতে,
বিকৃত কাম তার নাচে ধমনীতে।
সেই কামে বলি দেয় অসহায় মেয়ে,
ধর্ষক বেঁচে থাকে বুক উঁচিয়ে।বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান,
ধরা পরে গেছো শেষে বাঁচাও পরান।
জনগণ থাকেনি তো আর চুপ ক'রে
কারাগারে মজনু কেঁদে কেটে মরে।সম্মানে সংগ্রামে মেয়ে তুমি সেরা,
সাহসেও কম নয় বুঝে যাবে তারা।
নয় আর লজ্জা, নয় অপমান,
নারী তুমি বেঁচে থাক নিয়ে সম্মান।পূর্বপশ্চিমবিডি/এসএম