অসীম সাহা’র কবিতা ‘ফিরে দেখা’
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০১৯, ১৫:৩৭

বাতাসে উড়ছে, উড়তে থাকুক জ্যোৎস্নায় ভেজা চুল
রাত্রিপ্রহরে আকাশে ফুটছে লক্ষ তারার ফুল---
এর মাঝখানে একটি সে-গ্রহ-নক্ষত্রের ডালে
ঝুলে আছে দেখে---বজ্রপতনে কেন তুমি চমকালে?অথচ তোমার সোনালি ফিতেয় বসে আছে নীল পরি
হাওয়াতে দুলছে মিনিটের কাঁটা, কাঁপছে কালের ঘড়ি।
আমার হৃদয় তারই মাঝখানে উড়ে যায় দূর হ্রদে
সেখানে হাজার নর্তকীদের দেহ ভিজে যায় মদে।তখন আমার ঢুলু-ঢুলু চোখে রাতের প্লাবন নামে
মাতাল নেশায় বুঁদ হয়ে থাকি তোমার দেহের ঘামে।
মহুয়া-বুকের বিহ্বল টানে করি অপরূপ ভুল
রাতের আরতি শেষ হয়ে গেলে জ্যোৎস্নায় ভেজা চুলআমাকে জাগায়---একাকী প্রহরে আমি হেঁটে আসি একা তোমার আলোতে সেই তো নিজেকে বারবার চেয়ে দেখা।
পূর্বপশ্চিমবিডি/এস.খান