Most important heading here

Less important heading here

Some additional information here

Emphasized text
  • শুক্রবার, ১৯ জুলাই ২০১৯, ৪ শ্রাবণ ১৪২৬
  • ||

ফরিদপুরে প্রবীর সিকদারকে অবাঞ্চিত ঘোষণা, কুশপুত্তলিকা দাহ

প্রকাশ:  ১৬ মে ২০১৯, ১৮:২৫ | আপডেট : ১৬ মে ২০১৯, ১৮:৩৪
ফরিদপুর প্রতিনিধি
প্রিন্ট icon

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও উত্তরাধিকার ৭১ নামে নিউজ পোর্টালে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব সম্পর্কে কটুক্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অভিযোগে সাংবাদিক প্রবীর সিকদারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফরিদপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। বিক্ষোভ শেষে তার কুশপুত্তলিকা দাহ করা হয়।

বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবের সামনে “ফরিদপুর জেলার সর্বস্তরের সচেতন হিন্দু সমাজ” এর ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে কয়েক হাজার’ নারী ও পুরুষ অংশ নেন।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ফরিদপুর সদর শাখার সাবেক কমান্ডার ও ঝিলটুলী পুরাতন কালিবাড়ি মন্দিরের সেবায়েত মুক্তিযোদ্ধা কমলেশ চক্রবর্তী ভানুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ বক্তারা, প্রবীর শিকদারের বিরুদ্ধে সূদীর্ঘ দিন যাবত সাম্প্রদায়িক উস্কানিমুলক বক্তব্য প্রচারের অভিযোগ এনে তাকে অবাঞ্চিত ঘোষণা করেন। প্রবীর শিকদার হিন্দু সম্প্রদায়ের কেউ নন বলেও তারা উল্লেখ করেন।

সমাবেশে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা বলেন, প্রবীর শিকদার দূর্বৃত্তদের হামলায় পা হারানোর পর আজকের এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব প্রচেষ্টায় সিঙ্গাপুর থেকে চিকিৎসা করিয়ে তার পা পুন:স্থাপন করান। আজ শেখ হাসিনার দেয়া সেই পায়ের উপরেই ভর করে তিনি আওয়ামী লীগের নেতৃবৃন্দের বিরুদ্ধে বিষোধগার করে চলেছেন। এমনকি তিনি সবশেষ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধেও ফেসবুকে প্রচারণা চালান।

ফরিদপুর পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকেশ সাহা প্রবীর শিকদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জোর দাবি করেন। তিনি বলেন, প্রবীর শিকদার যেভাবে ফেসবুকে পোস্ট দিচ্ছেন তাতে তাকে আর ক্ষমা করা যায় না। তিনি হিন্দু সম্প্রদায়ের শক্রতে পরিণত হয়েছেন।

ফরিদপুর জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের অন্যতম সদস্য অ্যাডভোকেট অশোক কুমার সাহা বলেন, আপনি সাবধান হয়ে যান। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করবেন না।

ফরিদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহনেওয়াজ বলেন, ফরিদপুরের হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খৃষ্টান যুগের পর যুগ সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে বসবাস করছে। অথচ এখানে আওয়ামী লীগের নেতৃবৃন্দের নামে কুৎসা রটানো হচ্ছে। কটুক্তি করা হচ্ছে। আমি এর তিব্র নিন্দা জানাই এবং উপযুক্ত বিচার চাইছি।

ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ বলেন, প্রবীর শিকদারের ফাঁসির দাবি করছি। তিনি ফরিদপুরের হিন্দু-মুসলমান-বৌদ্ধ ও খৃষ্টানদের সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র করছেন।

ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল প্রবীর শিকদারের এহেন জঘন্য প্রবণতার নিন্দা জানিয়ে হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের কর্মসূচীর সাথে একাত্মতা প্রকাশ করেন।

রুকসুর সাবেক ভিপি নিপুণ কর্ম্মকার বলেন, মিথ্যা গুজব ছড়িয়ে তিনি ফরিদপুরে সাম্প্রদায়ীক বিষবাস্প ছড়াচ্ছেন। আজকের এই কর্মসূচীর সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি।

বিক্ষোভ কর্মসূচি শেষে বিক্ষুব্ধ জনতা প্রবীর সিকদারের দুইটি কুশপুত্তলিকা দাহ করে।

পিপিবিডি/এস.খান

প্রবীর সিকদার,সাংবাদিক
apps
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত