• মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯
  • ||

কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডে চাকরির সুযোগ

প্রকাশ:  ১৭ জুন ২০২২, ১৮:৫১
চাকরি ডেস্ক

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড বাংলাদেশ। সংস্থাটি বাংলাদেশে ইমার্জেন্সি রোহিঙ্গা রেসপন্স প্রজেক্টে কর্মী নিয়োগ দেবে।

চাকরি প্রত্যাশীরা ২৫ জুন পর্যন্ত নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।

পদের নাম: অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স স্পেশালিস্ট

পদসংখ্যা: ১

যোগ্যতা ও অভিজ্ঞতা: অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর/এমবিএ ডিগ্রি থাকতে হবে। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি কোর্স সম্পন্নকারী/আংশিক কোয়ালিফায়েড প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। আন্তর্জাতিক সংস্থা বা আন্তর্জাতিক কনসালট্যান্সি ফার্মে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট/অ্যাকাউন্টিংয়ে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

রোহিঙ্গা রেসপন্স বা কোনো ইমার্জেন্সি রেসপন্স প্রজেক্টে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। অ্যানালিটিক্যাল দক্ষতাসহ যোগাযোগে দক্ষ হতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক (২০২৩ সালের ৩১ আগস্ট পর্যন্ত)

কর্মস্থল: উখিয়া, কক্সবাজার

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: মাসিক বেতন ৫৯,৫৪১ থেকে ৭৫,৯৮৯ টাকা। এ ছাড়া দুটি উৎসব বোনাস, গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, মাসিক হার্ডশিপ ভাতা ১০,০০০ টাকা, ইনস্যুরেন্স সুবিধা, ওপিডি ভাতা ও মুঠোফোন সুবিধা দেওয়া হবে।

আবেদনের নিয়ম: চাকরি প্রত্যাশীরা Bdjobs এর মাধ্যমে আবেদন করতে পারবেন

পূর্বপশ্চিমবিডি/এনজে

জনবল নিয়োগ,কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড বাংলাদেশ
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close