ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২১ পদে নিয়োগ

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। প্রতিষ্ঠানটি ২১ পদে মোট ২০০ জনকে নিয়োগ দেবে।
চাকরি প্রত্যাশীরা ১৪ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
সম্পর্কিত খবর
পদের নাম ও পদসংখ্যা
১. সহকারী প্রকৌশলী (পুর)-৭
২. সহকারী স্বাস্থ্য কর্মকর্তা-৪
৩. সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)-৬
৪. সহকারী প্রকৌশলী ( যান্ত্রিক)-১
৫. উপকর কর্মকর্তা-৯
৬. উপসহকারী প্রকৌশলী (পুর)-২৪
৭. উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)-৪
৮. রেভিনিউ সুপারভাইজার-৫০
৯. লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার-১৩
১০. পরিচ্ছন্নতা পরিদর্শক-১৪
১১. ওয়ার্ড সচিব-১৭
১২. ভিডিও ক্যামেরাম্যান-১
১৩. ফটোগ্রাফার-১
১৪. মশক নিয়ন্ত্রণ পরিদর্শক-৪ (বিজ্ঞান বিভাগে স্নাতক পাস হতে হবে)
১৫. ভিডিও অ্যাসিস্ট্যান্ট-১
১৬. রেন্ট অ্যাসিস্ট্যান্ট-৭
১৭. ইলেকট্রিশিয়ান-৬
১৮. বাতি পরিদর্শক-৫
১৯. লাইনম্যান-৪
২০. মিটার রিডার-৫
২১. কার্যসহকারী-১৭
আবেদনের যোগ্যতা: প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।
আবেদনের নিয়ম: চাকরি প্রত্যাশীরা http://dncc.teletalk.com.bd/ এই লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পূর্বপশ্চিমবিডি/এনজে