শিপিং কর্পোরেশনে ১৬ জনের চাকরি
প্রকাশ: ০২ এপ্রিল ২০২০, ১৬:৪১

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ বহরে দুই পদে ১৬ জনকে নিয়োগ দেয়া হবে। আবেদনের শেষ তারিখ ১০ এপ্রিল ২০২০।
পদের নাম: মাষ্টার
সম্পর্কিত খবর
পদসংখ্যা: ৮টি
যােগ্যতা: প্রথম শ্রেণীর কম্পিটেন্সি সার্টিফিকেট (ডেক অফিসার) অথবা সমমানের সার্টিফিকেট।
বেতনস্কেল: ৮৪,০০০-১,৩০,৭১০ টাকাপদের নাম: চীফ ইঞ্জিনিয়ার
পদসংখ্যা: ৮টি
যােগ্যতা: প্রথম শ্রেণীর কম্পিটেন্সি সার্টিফিকেট (মেরিন ইঞ্জিনিয়ার অফিসার) অথবা সমমানের সার্টিফিকেট।
বেতনস্কেল: ৮৪,০০০-১,৩০,৭১০ টাকাআবেদনের ঠিকানা: মহাব্যবস্থাপক (শিপ পার্সোনেল), বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বিএসসি ভবন, সল্টগােলা রােড, চট্টগ্রাম। আবেদনের শেষ তারিখ: ১০ এপ্রিল ২০২০।
পূর্বপশ্চিমবিডি/ওআর