• মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯
  • ||

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৩৫

প্রকাশ:  ১৬ নভেম্বর ২০২২, ১৯:৩৩ | আপডেট : ১৬ নভেম্বর ২০২২, ১৯:৩৮
নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে রোগী শনাক্ত হয়েছে ৩৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩২৪টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৩৫ জন নতুন রোগী শনাক্ত হয়।

তাতে দিনে শনাক্তের হার কিছুটা বেড়ে ১ দশমিক ০৫ শতাংশ হয়েছে। আগের দিন এই হার ছিল ০ দশমিক ৯১ শতাংশ।

গত একদিনে শনাক্ত রোগীদের মধ্যে ২৬ জন ঢাকার বাসিন্দা। দেশের ৫৯ জেলায় এ সময় নতুন রোগী শনাক্ত হয়নি। খুলনা, বরিশাল, রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগে নতুন কোনো রোগী মেলেনি।

নতুনদের নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৬ হাজার ২৬৮ জনে। মৃতের মোট সংখ্যা বেড়ে হয়েছে ২৯ হাজার ৪৩০ জন।

গত একদিনে ৮৬ জন করোনা রোগী সুস্থ হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ পর্যন্ত মোট সুস্থ হলেন ১৯ লাখ ৮৪ হাজার ১২৪ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৬৬ লাখ ১২ হাজারের বেশি মানুষ। বিশ্বজুড়ে আক্রান্ত ছাড়িয়েছে ৬৩ কোটি ৫৯ লাখ।

করোনা,মৃত্যু,শনাক্ত
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close