করোনা শনাক্ত ১৩১৯, মৃত্যু একজনের

দেশে করোনাভাইরাস সংক্রমণের প্রকোপ ফের বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ১৩৫ জনের। একই সময় মৃত্যু হয়েছে একজনের। এতে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৬০ হাজার ৫২৮ জন। করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৩৫ জনের।
বৃহস্পতিবার (২৩ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সম্পর্কিত খবর
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ২১৪টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ৩২ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ১ হাজার ২১০ জন ঢাকা বিভাগের, ৭ জন ময়মনসিংহ বিভাগের, ৬৯ জন চট্টগ্রাম বিভাগের, ১৬ জন রাজশাহী বিভাগের, ২ জন রংপুর বিভাগের, ৬ জন খুলনা বিভাগের, ৯ জন বরিশাল বিভাগের।
গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১২৭ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৬ হাজার ২৩২ জন।
দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।
পূর্বপশ্চিম- এনই