মৃত্যুহীন ২৮ তম দিনে করোনা শনাক্ত ২২
প্রকাশ: ১৮ মে ২০২২, ১৬:৩০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে কারো মৃত্যু সংবাদ পাওয়া যায়নি। এ নিয়ে করোনায় মৃত্যুহীন টানা ২৮ দিন পার করলো বাংলাদেশ। গত ২৪ ঘণ্টায় ২২ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ১০৩ জনে। করোনায় মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২৭ জনই অপরিবর্তিত রয়েছে।
বুধবার (১৮ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সম্পর্কিত খবর
দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।
পূর্বপশ্চিম- এনই