ওমিক্রন ঠেকাতে গাইডলাইন আসছে শিগগিরই

দেশে করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ বাড়ছে। কেবল রাজধানীতেই ঢাকায় ৬৯ শতাংশ রোগীর শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে বলে জানিয়েছে আইসিডিডিআর,বি। এ পরিস্থিতিতে করোনার অতি সংক্রামক নতুন এ ধরন ঠেকাতে একটি ক্লিনিক্যাল গাইডলাইন তৈরি করা হয়েছে, যা শিগগিরই প্রকাশ করা হবে।
বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল বুলেটিনে এ কথা জানিয়েছেন সংস্থার মুখপাত্র ডা. নাজমুল ইসলাম।
সম্পর্কিত খবর
ঊর্ধ্বমুখী সংক্রমণের বিষয়ে সবাইকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, করোনার নতুন ধরন ওমিক্রনের কারণেই ক্রমাগত সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। এই সংক্রমণ প্রতিরোধে ক্লিনিক্যাল গাইডলাইন তৈরি করা হয়েছে। এরইমধ্যে চূড়ান্ত হয়ে গেছে। স্বাস্থ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ইতোমধ্যে আমরা পাঠিয়ে দিয়েছি। ক্লিনিক্যাল গাইডলাইনটি আপনাদের সাথে শেয়ার করব। নতুন নতুন তথ্য দিয়েই গাইডলাইন সাজানো হয়েছে।
ডা. নাজমুল ইসলাম বলেন, ওমিক্রনের যে উপসর্গ আছে সেই উপসর্গগুলো এতে (ক্লিনিক্যাল গাইডলাইন) যোগ করা হয়েছে। এর বাইরে অন্য কোনো উপসর্গ রয়েছে কিনা সেটি খুঁজে দেখা হচ্ছে। তবে যাই হোক না কেন, রোগ নিয়ন্ত্রণের স্বাস্থ্যবিধি মেনে চলাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলা। সামাজিক দূরত্ব নিশ্চিত করা। সঠিক নিয়মে মাস্ক পরা, সাবান-পানি দিয়ে হাত পরিষ্কার করা। সবাই যদি স্বাস্থ্যবিধি মেনে চলেন তাহলে এই অতিমারি নিয়ন্ত্রণ করা সম্ভব বলেও জানান এই বিশেষজ্ঞ।
পূর্বপশ্চিম- এনই