পদোন্নতি পাচ্ছে স্বাস্থ্যের ৩৭৮ কর্মকর্তা
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২১, ১৭:৩২ | আপডেট : ০৭ জানুয়ারি ২০২১, ১৭:৩৭

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের চারটি বিষয়ের আরো মোট ৩৭৮ জন ‘মেডিক্যাল অফিসারকে জুনিয়র কনসালট্যান্ট’ পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) তাদের পদোন্নতি দেওয়া হয়েছে বলে জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়।
সম্পর্কিত খবর
এ নিয়ে গত তিন মাসে মোট ১ হাজার ৩২৮ জন মেডিক্যাল অফিসারকে জুনিয়র কনসালট্যান্ট (৬ষ্ঠ গ্রেড) এ পদন্নোতি দেওয়া হলো।
এরআগে গত ২৩ ডিসেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের ছয়টি বিষয়ের মোট ৫১২ জন মেডিক্যাল অফিসারকে জুনিয়র কনসালট্যান্ট পদে পদোন্নতি দেওয়া হয়।
পদোন্নতি দিয়ে তাদের পদোন্নতির আগের পদে নিয়োগ (ইনসিটু) দেওয়া হয়েছে।
পূর্বপশ্চিমবিডি/জিএস