‘খাদ্যে সনদ নিতে ১৭ কর্তৃপক্ষের অনুমতি নেওয়া কষ্টকর’

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশে খাদ্যের সনদ নিতে গেলে ১৭টি কর্তৃপক্ষের পারমিশন বা সনদ নেওয়া লাগে। যা অনেক কষ্টকর, আর এটা আমিও মনে করি। কিন্তু খাদ্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়; তাই এখানে অনেক বেশি সতর্ক থাকা লাগে।
রোববার (১২ মার্চ) ‘লিভারেজিং গ্রোয়িং মিডল অ্যান্ড অ্যাফুলেন্ট ক্লাস ফর এ ভাইব্রেন্ট কনজ্যুমার গুডস সেক্টর’ শীর্ষক এক সেমিনারে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
সম্পর্কিত খবর
সেমিনারটি সঞ্চালনা করেন বার্জার পেইন্টস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রূপালী চৌধুরী।
সেমিনারে দেশের উন্নয়নে প্রাইভেট সেক্টরগুলোকে আরো বেশি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আহ্বান জানান টিপু মুনশি। তিনি বলেন, আমি প্রাইভেট সেক্টরকে অনুরোধ করবো সরকারের সঙ্গে আরও বেশি কোলাবরেশন বাড়াতে। নতুন নতুন পণ্য নিয়ে আসতে।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ইতোমধ্যে ওয়ান স্টপ সার্ভিস চালু করেছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ই-কমার্স খাতে ডিসিপ্লিন এসেছে। ১০০ বিলিয়ন ডলারের বিনিয়োগে কাজ করছে দেশ। এ বিনিয়োগে আমাদের অন্যতম সহযোগী হিসেবে কাজ করছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।
পূর্বপশ্চিমবিডি/এসএম