লভ্যাংশ পাঠিয়েছে বিবিএস কেবলস
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২১, ১২:০৮ | আপডেট : ০৭ জানুয়ারি ২০২১, ১৩:২০

লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে বিবিএস কেবলস। পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানিটি ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠালো। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে বিবিএস কেবলস। আর লভ্যাংশের বোনাস শেয়ার বৃহস্পতিবার সিডিবিএলের মাধ্যমে বিও হিসাবে পাঠানো হয়েছে।
সম্পর্কিত খবর
প্রসঙ্গত, ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ।
পূর্বপশ্চিমবিডি/এসএম