Most important heading here

Less important heading here

Some additional information here

Emphasized text
  • রোববার, ২৫ আগস্ট ২০১৯, ১০ ভাদ্র ১৪২৬
  • ||

আবারও ব্যাংক এশিয়ার চেয়ারম্যান নির্বাচিত আ. রউফ চৌধুরী

প্রকাশ:  ১৩ মে ২০১৯, ১১:১২
পূর্বপশ্চিম ডেস্ক
প্রিন্ট icon
আ. রউফ চৌধুরী। ছবি: পিপিবিডিনিউজ

ব্যাংক এশিয়ার চেয়ারম্যান পদে পুনঃনির্বাচিত হয়েছেন আ. রউফ চৌধুরী। সম্প্রতি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় তিনি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন।

ব্যাংক এশিয়ার প্রধান উদ্যোক্তা রউফ চৌধুরী দেশের একজন বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি। তিনি র‌্যাংগস গ্রুপ ও সি রিসোর্সেস গ্রুপ-এর চেয়ারম্যান। একই সাথে তিনি দেশের সর্বাধিক প্রচারিত ইংরেজী দৈনিক দ্য ডেইলি ষ্টার-এর অন্যতম পরিচালক।

তিনি দেশের পরিবহন, ঔষধ, অবকাঠামো, তথ্য প্রযুক্তি, ব্যাংকিং, গভীর সমুদ্রে মৎস্য আহরন সহ বিভিন্ন সেক্টরে সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এ প্রতিষ্ঠাগুলো দেশের কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে।

এছাড়া তিনি চার বছর বাংলাদেশ বাস্কেট বল এসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন। বিশ বছরেরও বেশি সময় ধরে তিনি ঢাকা সেনানিবাস্থ কুর্মিটোলা গলফ ক্লাবের নির্বাহী সদস্য। রউফ চৌধুরী সক্রিয়ভাবে বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত।


পিপিবিডি/কেএম

আ. রউফ চৌধুরী,ব্যাংক এশিয়া
apps
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত