• মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯
  • ||

ছুটির দিনে সরষে ইলিশ

প্রকাশ:  ১১ নভেম্বর ২০২২, ১২:৪৪
নিউজ ডেস্ক

ছুটির দিনে নতুন রাঁধুনিরা তৈরি করুন মা-খালার হাতের মজার সরষে ইলিশ।

খুব সহজ রেসিপিটি আপনাদের জন্য

সম্পর্কিত খবর

    উপকরণ

    • ইলিশ মাছ- ৮ টুকরো

    • পেঁয়াজ বাটা- আধা কাপ

    • সরিষা বাটা- আধা কাপ (২টি কাঁচা মরিচ ও সামান্য লবণ দিয়ে বেটে নিন)

    • কাঁচা মরিচ- কয়েকটা

    • সরিষার তেল- আধা কাপ

    • সয়াবিন তেল- আধা কাপ

    • হলুদ গুঁড়া- ১ চা চামচ

    • লবণ-পানি পরিমাণমতো।

    যেভাবে করবেন ছড়ানো হাড়িতে প্রথমে তেল দিয়ে পেঁয়াজ বাটা, হলুদ, লবণ ও সরিষা বাটা সামান্য পানি দিয়ে কষিয়ে মাছ দিন।

    এবার ২ কাপ পানি দিয়ে মাছ ঢেকে দিন। পানি অর্ধেক হয়ে এলে কাঁচা মরিচ দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রান্না করুন। মাছের টুকরোগুলো বেশি নাড়া যাবে না, একবার উল্টে দিতে হবে শুধু। পানি কমে তেল ওপরে উঠে এলে নামিয়ে নিন।

    গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন দারুণ মজার সরষে ইলিশ।

    সরষে ইলিশ
    মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close