কফিশপে স্ত্রী-প্রেমিকাকে একসঙ্গে নিয়ে গেলে অর্ধেক ছাড়!
-image-1613198211.jpg)
১৪ ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবস। নানা বয়সের মানুষের ভালোবাসার বহুমাত্রিক রূপ প্রকাশের দিন এটি। দেশ-বিদেশে এদিন নানা ছাড়ের কথা শোনা যায়, বিমান টিকিট থেকে বিনোদন পার্ক-- সবখানেই থাকে ছাড়। তবে এবার একটি বিশেষ ছাড়ের খবর পাওয়া গেলো।
রাজধানীর কোনো একটি রেস্তোরাঁয় যুগল ছাড়ের অফার দেওয়া হয়েছে। আর এই যুগল ছাড়ের বিজ্ঞাপনের ব্যানার কেউ একজন তুলে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়ার পরেই হৈচৈ শুরু হয়ে যায়।
সম্পর্কিত খবর
ছবিতে দেখা যায়, ভালোবাসা দিবসে ওই রেস্তোরাঁয় প্রেমিকার সঙ্গে গেলে ১৪ ভাগ ছাড়, স্ত্রীকে সঙ্গে নিয়ে গেলে ২০ ভাগ ছাড় আর প্রেমিকা ও স্ত্রী দু’জনকে নিয়ে গেলে ৫০ ভাগ ছাড়। টানা দশ দিনব্যাপী এই ছাড় ঘোষণা করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে এই ছবিটি রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে।
তবে কোথাকার এই রেস্তোরাঁ সেটি জানা যায়নি।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি