Most important heading here

Less important heading here

Some additional information here

Emphasized text
  • রবিবার, ২০ অক্টোবর ২০১৯, ৪ কার্তিক ১৪২৬
  • ||

পুরুষের ভুঁড়ি পছন্দ করেন ৬১% নারী

প্রকাশ:  ২৯ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৪৩
পূর্বপশ্চিম ডেস্ক
প্রিন্ট icon

সিনেমার নায়কদের মতো সুঠাম দেহের পেছনে ছুটছেন? লাভ নেই। গবেষণা বলছে, সিক্স প্যাক নয় বরং ভুঁড়ি আছে এমন পুরুষকেই বেশি আকর্ষণীয় মনে করেন নারীরা।

প্ল্যানেট ফিটনেস এর একটি গবেষণায় দেখা গেছে বেশিরভাগ আমেরিকান নারী পুরুষের ভুঁড়ি পছন্দ করেন। ৬১% নারী জানিয়েছেন পুরুষের পেশিবহুল সুঠাম দেহের বদলে সাধারণ শরীরের প্রতিই বেশি আকর্ষণ অনুভব করেন তারা।

শুধু নারী নয়, পুরুষরাও নিজেদের ভুঁড়ি নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন বলে জানায় ওই রিপোর্ট। ৪৭% পুরুষ জানিয়েছেন, ভুঁড়ি থাকায় শারীরিক কাঠামো বা অ্যাপিয়ারেন্স নিয়ে খুব বেশি ভাবতে হয়না তাদের। এতে অনেক বেশি রিল্যাক্সড থাকতে পারেন তারা।

প্রতি পাঁচ জনের মধ্যে চারজন নারী মনে করেন ভুঁড়ি আছে যেসব পুরুষের তারা নিজেদের নিয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী।

তবে তাই বলে বিশাল ভুঁড়ি বানিয়ে ফেললে স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়বে। তাই সিক্স প্যাকের পেছনে না ছুটি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার প্রতি মনোযোগী হওয়া উচিত।

/এসএইচ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত