Most important heading here

Less important heading here

Some additional information here

Emphasized text
  • সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১ আশ্বিন ১৪২৬
  • ||

দ্রুত মেদ কমাতে পাতে রাখুন এই ৫ রকম বাদাম!

প্রকাশ:  ২০ আগস্ট ২০১৯, ১৩:৫৮ | আপডেট : ২০ আগস্ট ২০১৯, ১৪:৪২
পূর্বপশ্চিম ডেস্ক
প্রিন্ট icon

এ যুগে প্রায় সকলেই স্বাস্থ্য সচেতন। সুন্দর মেদহীন শরীর পেতে কে না চায়? তবে বর্তমান অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের কারণে মেদহীন শরীর ধরে রাখা প্রায় অসম্বব।

দৈনন্দিন জীবনে ব্যাস্ততার কারণে ফাস্ট ফুড বা বাইরের খাবারের উপর ভরসা করে যাদের দিনের বেশির ভাগ সময় কাটাতে হয়, তাদের কাছে সুন্দর মেদহীন শরীর পাওয়াটা একটা স্বপ্নের মতো বিষয়। ফলে অল্প বয়সেই স্থুলতার সমস্যায় ভোগেন অনেকেই।

ভুঁড়ি বা স্থুল, মেদবহুল শরীর স্বাস্থ্যের পক্ষেও অত্যন্ত ক্ষতিকর। শরীরের অতিরিক্ত মেদ বা ওজনের ফলে ডায়েবিটিস, রক্তচাপ, কোমর বা হাঁটুর ব্যথার মতো সমস্যা বাড়তে পারে। এ ছাড়াও সামান্য পরিশ্রমেই ক্লান্ত হয়ে পড়া, অনিদ্রা, শ্বাসকষ্টের মতো একাধিক শারীরিক সমস্যাও দেখা দিতে পারে। শরীরের বাড়তি ওজন কমাতে আমরা কত কিছুই না করি। তবে সহজে চটজলদি ওজন কমাতে ডায়েটে রাখুন পাঁচ রকমের বাদাম। কোন কোন বাদাম সহজে ওজন কমাতে সাহায্য করবে তা জেনে নেয়া যাক।

১) কাজু বাদামে ক্যালসিয়ামের মাত্রা কম থাকলেও এতে কপার, ম্যাগনেসিয়াম ও ফসফরাস প্রচুর পরিমাণে থাকে। তাই ওজন কমাতে পাতে রাখুন কাজু।

২) খিদে পেলে একমুঠো চিনেবাদাম খেয়ে নিতে পারেন। এতে শরীর তার প্রয়োজনীয় পুষ্টিও পাবে, খিদেও কমবে।

৩) আমন্ডে রয়েছে প্রচুর পরিমাণে মনোস্যাচুরেটেড ফ্যাট যা আপনার খাওয়ার ইচ্ছা বা খিদের বোধ কমিয়ে দিতে সাহায্য করে। তাই ওজন কমাতে পাতে রাখুন আমন্ড।

৪) প্রতিদিন সকালে একমুঠো আখরোট নিয়মিত খেতে পারলে স্বাস্থ্য ভাল থাকবে, খিদেও কমবে এবং সেই সঙ্গে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকিও কমে যাবে। তাই ওজন কমাতে পাতে রাখুন আখরোট।

৫) অন্য বাদামের সঙ্গে খানিকটা পেস্তা মিশিয়ে নিয়ে বা শুধু পেস্তাও নিয়মিত খেয়ে দেখুন। টানা ১২ সপ্তাহ পেস্তা খেলে ওজন কমবেই। তাই ওজন কমাতে পাতে রাখুন পেস্তা।


পূর্বপশ্চিমবিডি/লা-মি-য়া

স্বাস্থ্য
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত