Most important heading here

Less important heading here

Some additional information here

Emphasized text
  • বুধবার, ১৬ অক্টোবর ২০১৯, ১ কার্তিক ১৪২৬
  • ||

বৃষ্টিতে স্মার্টফোন ভিজলে যা করবেন 

প্রকাশ:  ১৩ আগস্ট ২০১৯, ১৭:১৩
পূর্বপশ্চিম ডেস্ক
প্রিন্ট icon

আমরা বিভিন্ন কাজের জন্য প্রায়ই ঘরের বাইরে বের হই। অনেক সময় বাইরে বের হওয়ার সময় ছাতা বা রেইনকোট নিতে ভুলে যাই। বিভিন্ন কাজের জন্য আসা-যাওয়ার পথে হঠাত্ বৃষ্টির কবলে পড়লে সঙ্গে থাকা প্রয়োজনীয় বিভিন্ন জিনিসের সঙ্গে স্মার্টফোনটিও ভিজে যেতে পারে।

যেহেতু স্মার্টফোন একটি ইলেকট্রনিক্স ডিভাইস তাই বৃষ্টির পানি এর ভেতরে ঢুকলে নষ্ট হয়ে যাবে। অনেক সাবধানতা অবলম্বনের পরও যদি আপনার স্মার্টফোনটি বৃষ্টির পানিতে ভিজে গিয়ে থাকে তাহলে আপনার যা করণীয়-

১. ফোনে বৃষ্টির পানিতে ভিজে গেলে প্রথমে পরিষ্কার করে মুছে ফেলুন। যত বেশি তরল পদার্থ থাকবে ফোনটি তত তাড়াতাড়ি ফোনের বিভিন্ন পার্টস খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। বেশিক্ষণ থাকলে শর্ট সার্কিট হয়ে যেতে পারে। এতে ফোনে থাকা সমস্ত ডেটা উড়ে যায়।

২. ফোন স্টার্ট করার আগে ভালো করে মুছে নিন। ফোনের ভিতরের সব কিছু, অর্থাৎ ব্যাটারি, সিম কার্ড, মেমরি কার্ড খুলে ফেলুন শিগগিরিই। ফোনের খোলা অংশগুলি একটি শুকনো কাপড়ে মুছে কাপড়টি মুড়ে রেখে দিন। দেখবেন ফোনের কোনও ক্ষতি হবে না। ফোনের ভিতরের অংশ পাতলা কাপড় দিয়ে ভালো করে মুছে ফেলুন।

৩. সিম কার্ডও বাইরে বের করে রাখুন। এরপর ফোনের ভিতর ভালো করে মুছে ফেলুন। তারপর সিম কার্ড ইনসার্ট করুন।

৪. ফোনে স্ক্রিন গার্ড লাগানো থাকলে সেটাও খুলে রাখুন।

৫. ভুল করেও ফোনে হেয়ার ড্রাইয়ারের প্রয়োগ করবেন না। হেয়ার ড্রাইয়ারের গরম হাওয়ায় ভিতরের পার্টসগুলি গলে যেতে পারে।

৬. এরপর কিছুক্ষণ ফোনটিকে রোদে রাখুন। যদি কোথাও অল্প পানি থেকে যায় তাহলে রোদে রাখলে তা শুকিয়ে যাবে।

পূর্বপশ্চিমবিডি/অ-ভি

স্মার্টফোন,বৃষ্টি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত