দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় রাউজানের ফরহাদ নিহত
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২১, ১৮:০৩

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে দ্রুতগামী একটি গাড়ির নিচে চাপা পড়ে ইমতিয়াজ উদ্দীন ফরহাদ (২৮) নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। আসছে ডিসেম্বর মাসে বাড়ি ফিরে বিয়ে করার কথা ছিল তার।
নিহত ফরহাদ চট্টগ্রামের রাউজানের ৪নং গহিরা ইউনিয়নের দৌলত কাজী বাড়ির কামাল উদ্দীনের ছেলে। দুই ভাই, দুই বোনের মধ্যে তিনি তৃতীয় নম্বার।
সম্পর্কিত খবর
বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের প্রতিবেশী আমিরাতে অবস্থানরত প্রবাসী মুহাম্মদ নুর উদ্দীন মিজান। তিনি বলেন, বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুবাই ড্রাগন মার্ট ২ এর সামনের সড়ক পার হতে গেলে দ্রুতগামী একটি গাড়ি তাকে চাপা দেয়।
নিহতের লাশ দুবাই সোনাপুর মেডিকেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
পূর্বপশ্চিমবিডি/এসএস