করোনায় দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশির মৃত্যু
প্রকাশ: ০১ এপ্রিল ২০২১, ১২:৪৪

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দক্ষিণ আফ্রিকায় মুস্তাফিজুর রহমান পাভেল নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। পাভেলের দেশের বাড়ি সিলেট জেলার কানাইঘাট উপজেলায়।
স্থানীয় সময় বুধবার রাত ৮টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সম্পর্কিত খবর
স্থানীয় বাংলাদেশিরা জানান, দুই সপ্তাহ আগে করোনায় আক্রান্ত হয়ে আফ্রিকার ফ্রি স্টেইট প্রদেশের ব্লুমফন্টেইনের একটি হাসপাতালে ভর্তি ছিলেন পাভেল। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ৮টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
মুস্তাফিজুর রহমান পাভেল দীর্ঘ ১২ বছর ধরে কিংবার্লি শহরে ব্যবসা-বাণিজ্য করেন।
পূর্বপশ্চিমবিডি/জিএস