চলে গেলেন অভিনেতা শরৎ বাবু

না ফেরার দেশে পাড়ি জমালেন তামিল এবং তেলেগু সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা ও পরিচালক শরৎ বাবু। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭১ বছর।
সোমবার (২২ মে) হায়দরাবাদের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন শরৎ বাবু।
সম্পর্কিত খবর
শরৎ বাবু তার ক্যারিয়ারে ২ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। তার মৃত্যুতে সামাজিকমাধ্যমে শোকপ্রকাশ করেছেন সহকর্মী ও ভক্তরা।
টাইমস অব ইন্ডিয়ার প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, চলতি মাসের শুরু থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অভিনেতা শরৎ বাবু। ৩ মে তার মৃত্যুর গুজব সামাজিক যোগাযোগামাধ্যমে ছড়িয়ে পড়েছিলো। ভক্ত এবং সেলিব্রেটিরা যখন সমবেদনা জানাতে শুরু করেছিলেন, তখন তার পরিবার এই মৃত্যু সংবাদকে গুজব জানিয়ে বলেছিল, তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।
প্রাথমিকভাবে তার অবস্থা স্থিতিশীল হচ্ছিলো এবং ভালোর দিকেই যাচ্ছিলো। তারপরেই হঠাৎ অঘটন। প্রতিভাবান এই অভিনেতার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে তামিল এবং তেলেগু ইন্ডাস্ট্রিতে।
প্রসঙ্গত, ১৯৭৩ সালে একটি তেলেগু সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন শরৎ বাবু। পরবর্তীতে কমল হাসান অভিনীত এবং কে বালাচান্দর পরিচালিত তামিল সিনেমা ‘নিজহাল নিজামগিরাধু’-এর মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠেন। তাকে সর্বশেষ দেখা গিয়েছিলো তামিল ভাষায় এই বছরের শুরুর দিকে ববি সিমহা অভিনীত ‘বসন্ত মুল্লাই’ সিনেমায়।
পূর্বপশ্চিমবিডি/এসএম