মানুষের রুচি পরিবর্তনের চেষ্টা করছি, দোয়া রাখবেন: হিরো আলম

মানুষের রুচি পরিবর্তন করার চেষ্টা করছেন জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন আলোচিত-সমালোচিত ইউটিউবার হিরো আলম। শনিবার (১৫ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া একটি স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।
স্ট্যাটাসে হিরো হিরো আলম লেখেন, মানুষের রুচি পরিবর্তন করার চেষ্টা করছি সবাই দোয়া রাখবেন। কলকাতার ঐতিহ্যবাহী লোকেশনে শুটিং চলছে। পরিচালনায় আলী জুলফিকার জিহাদী। ভিন্ন রকম আরেকটি মিউজিক ভিডিও।
সম্পর্কিত খবর
স্ট্যাটাসের সঙ্গে হিরো আলম একটি ছবিও জুড়ে দেন। ছবিদে দেখা যাচ্ছে হিরো আলম অফিশিয়াল পোশাক পরে আছেন।
এদিকে হিরো আলম রমজান মাসে ইসলামি গান মুক্তি দিয়েছেন। গানটি প্রকাশের সঙ্গে সঙ্গে তার ভক্তরা লুফে নিয়েছেন। ২৬ মার্চ দুপুরে হিরো আলমের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এ ইসলামি গানটি মুক্তি পেয়েছে। গানটির শিরোনাম ‘মাহে রমজান’। কথা ও সুর করেছেন আব্দুল কাদির হাওলাদার।
পূর্বপশ্চিমবিডি/এসএম