রহমত উল্লাহর নামে শাকিব খানের মামলা
প্রকাশ: ২৭ মার্চ ২০২৩, ১৩:১৮ | আপডেট : ২৭ মার্চ ২০২৩, ১৩:২২

ডিজিটাল নিরাপত্তা আইনে প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান।
সোমবার (২৭ মার্চ) ঢাকার সাইবার ট্রাইব্যুনাল এ এম জুলফিকার হায়াতের আদালতে মামলা করতে ১২ টা ৫০ মিনিটে আদালতে আসেন তিনি।
সম্পর্কিত খবর
এদিন আদালত তার জবানবন্দি গ্রহণ করেন এবং আদেশ পরে দেবেন বলে জানান।
এর আগে, বৃহস্পতিবার একই আদালতে তিনি মামলা করতে আসলে বিচারক মামলা ফাইলিংয়ের সময় চলে যাওয়ায় মামলা না নিয়ে তার আইনজীবীকে আজ (সোমবার) আসতে বলেন।
পূর্বপশ্চিমবিডি/এসএম