রহমত উল্লাহর বিরুদ্ধে শাকিব খানের মামলা
প্রকাশ: ২৩ মার্চ ২০২৩, ১২:২১

ধর্ষণসহ বেশকিছু অভিযোগ আনা কথিত প্রযোজক রহমত উল্লাহর নামে আদালতে মামলা করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান।
বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালতে এ মামলা করেন তিনি। এ সময় আদালত তার জবানবন্দি গ্রহণ করেন। সেই সঙ্গে রহমত উল্লাহকে আগামী ২৬ এপ্রিল আদালতে হাজির হওয়ার সমন জারি করেছেন আদালত।
সম্পর্কিত খবর
শাকিব খানের আইনজীবী তানভীর আহম্মেদ তনু জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ পরে আসামি রহমত উল্লাহকে আগামী ২৬ এপ্রিল আদালতে হাজির হতে সমন জারি করেছেন।
এদিন মামলা দায়েরের জন্য বেলা ১১টা ১৩ মিনিটে আদালতে যান শাকিব খান।
পূর্বপশ্চিমবিডি/এসএম