• বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০
  • ||

সমীরের সংগীতে রেশমির ‘হাবুডুবু’

প্রকাশ:  ১৯ মার্চ ২০২৩, ১৬:২৪ | আপডেট : ২০ মার্চ ২০২৩, ১৬:২৪
বিনোদন ডেস্ক

এস কে সমীরের সংগীতায়োজনে এবার সিনেমার আইটেম গানে কণ্ঠ দিয়েছেন রেশমি মির্জা। মুক্তির অপেক্ষায় থাকা ওই ছবির নাম ‘ফুলজান’। গানটির শিরোনাম ‘হাবুডুবু’। গানটির কথা ও সুর করেছেন ছবির পরিচালক আমিনুল ইসলাম বাচ্চু।

রেশমি মির্জা বলেন, চলচ্চিত্রের এই প্রথম আইটেম গান গাইলাম। মেধাবী সংগীত পরিচালক এস কে সমীরের সুন্দর সংগীতায়োজনে গানটি শ্রোতাদের মন ছুঁয়ে যাবে।

সম্পর্কিত খবর

    পরিচালক আমিনুল ইসলাম বাচ্চু বলেন, ইতোমধ্যে গানের শুটিং শেষ হয়েছে। গানটি সিনেমার দর্শক-শ্রোতাদের মনে জায়গা করে নেবে বলে আশাবাদী।

    সংগীত পরিচালক এস কে সমীর বলেন, এটি আমার সংগীতায়োজনে প্রথম আইটেম সং। রেশমি দারুণ গেয়েছেন। শ্রোতারা সুরে-তালে ‘হাবুডুবু’ খাবেন বলে আশা করছি।

    সময়ের ব্যস্ত সংগীত পরিচালক এস কে সমীর এখন নিয়মিত সিনেমার গান, ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং ডাবিং করছেন। তিনি সুর-লয়ে মাতোয়ারা করতে চান এ সময়।

    এস কে সমীর
    মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close