গুরুতর অসুস্থ বলিউড নির্মাতা শ্যাম বেনেগাল

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে ‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’ সিনেমাটি পরিচালনা করেছেন বলিউডের বর্ষীয়ান নির্মাতা শ্যাম বেনেগাল। গত বছর কান চলচ্চিত্র উৎসবে ছবির ট্রেলার উন্মুক্ত করা হয়। এর মধ্যে জানা গেল ছবিটির নির্মাতা গুরুতর অসুস্থ।
ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, শ্যাম বেনেগালের দুটি কিডনিতেই সমস্যা দেখা দিয়েছে। ঠিকমতো কাজ করছে না। ফলে জরুরি ভিত্তিতে তার ডায়ালাইসিস চলছে।
সম্পর্কিত খবর
প্রতিবেদন অনুসারে, শ্যাম বেনেগালের অবস্থা এতই গুরুতর যে, তাকে হাসপাতালেও নেওয়া যাছে না। এ কারণে বাসাতেই চলছে চিকিৎসা। ডাক্তার তার বাসায় গিয়ে দেখাশোনা করছেন। চিকিৎসকের দাবি, অনেক দিন ধরেই নির্মাতার শরীর খুব একটা ভালো নেই। এ কারণে তাকে পুরোপুরি বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
১৮ বার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এই কিংবদন্তি নির্মাতার পরিচালনায় ২০২১ সালের জানুয়ারিতে শুরু হয় ‘মুজিব’ সিনেমার শুটিং। মুম্বাইয়ের ফিল্ম সিটিতে লম্বা সময় চিত্রায়নের পর বাংলাদেশেও হয়েছে শুটিং।
ছবিতে বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ। এছাড়া বিভিন্ন ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন দিলারা জামান, রাইসুল ইসলাম আসাদ, তৌকীর আহমেদ, নুসরাত ফারিয়া, প্রার্থনা ফারদিন দীঘি, নুসরাত ইমরোজ তিশা, সিয়াম আহমেদ, ফজলুর রহমান বাবু প্রমুখ। ভারত ও বাংলাদেশ সরকারের যৌথ প্রযোজনায় ৮৩ কোটি টাকা বাজেটে নির্মিত হচ্ছে সিনেমাটি।