শুটিংয়ে আহত অমিতাভ বচ্চন

বলিউডের মহানায়ক অমিতাভ বচ্চন আহত। শুটিং চলাকালীন এমন ঘটনা ঘটেছে বলেই জানিয়েছে একাধিক ভারতীয় গণমাধ্যম। নিজের ব্লগে এই তথ্য দিয়েছেন বিগ বি।
জানা গেছে, অমিতাভের পরবর্তী ছবি ‘প্রজেক্ট কে’ র একটি দৃশ্য শুটিংয়ের সময় আহত হন। বর্তমানে তিনি বাড়িতেই আছেন। বিগ বি তার ব্লগে জানান, হায়দরাবাদে ‘প্রজেক্ট কে’র শুটিংয়ে একটি অ্যাকশনের দৃশ্যে চোট পেয়েছিলেন ৷ পাঁজরের মাংসপেশীতে তিনি আঘাত পেয়েছিলেন।
সম্পর্কিত খবর
অমিতাভের চোটের কারণেই শুটিং স্থগিত রাখা হয়েছে ৷ হায়দরাবাদ থেকে বাড়িতে ফিরেছেন তিনি ৷ তার চোটের জায়গায় ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে।
বাকি সমস্ত চিকিৎসা বিস্তারিত চলছে ৷ যন্ত্রণা অনুভব করছেন, পাশফেরা বা চলাফেরা করতে সমস্যা হচ্ছে, নিঃশ্বাস নিতেও হচ্ছে সমস্যা ৷ অমিতাভ জানিয়েছেন চোটের কারণ যাই হোক বর্তমানে কাজ বন্ধ ৷ চিকিৎসা সম্পন্ন না হওয়া পর্যন্ত কাজ বন্ধ থাকবে ৷
বিশ্রাম করছেন এখন বচ্চন সাহেব ৷ ভক্তদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন সন্ধ্যার পর জলসায় যেতে পারবেন না, তাই ভক্তরা যেন আসেন সেই অনুরোধই রেখেছেন।