• মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩০
  • ||

নওয়াজউদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আলিয়ার

প্রকাশ:  ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:০৭
বিনোদন ডেস্ক

বলিউড তারকা নওয়াজউদ্দিন সিদ্দিকির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেন তার স্ত্রী আলিয়া। নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। সেখানে নিজের কথা বলেছেন আলিয়া। আর সেখানেই নওয়াজের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন তিনি।

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকির স্ত্রী আলিয়া। যেখানে তাকে কান্নায় ভেঙে পড়তে দেখা যাচ্ছে। ভিডিওতে তিনি জানাচ্ছেন, তার কাছ থেকে দুই সন্তানকে কেড়ে নেওয়ার জন্য তাকে খারাপভাবে ব্যবহার করা হচ্ছে। আলিয়ার অভিযোগ অভিনেতা কখনো তাদের নিজের জীবনের সঙ্গে যোগ করেননি। এমনকি সন্তানদেরও কোনো সঠিক ধারণা নেই। সন্তানরা জানে না কে তাদের বাবা।

আলিয়া ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘একজন অসাধারণ অভিনেতা অসাধারণ মানুষ হওয়ার চেষ্টা করছে। ওর (নওয়াজউদ্দিন সিদ্দিকি) হৃদয়হীন মা আমার সন্তানদের অবৈধ বলেছে। আর তাতেও ওই ব্যক্তি চুপ করে থেকেছে।’

উল্লেখ্য, সম্প্রতি নওয়াজের স্ত্রী আলিয়া আইনজীবী রিজওয়ান টুইটারে একটি ভিডিও শেয়ার করেন, সেখানে শোনা যাচ্ছে তাদের পরিচারিকা স্বপ্না রবিন মাসিহ্ বলছেন তিনি দুবাইয়ে আটকে পড়েছেন।

রিজওয়ানের বিবৃতি সেই ভিডিওর প্রেক্ষাপট ও বিস্তারিত তথ্য জানিয়েছে। রিজওয়ানের বিবৃতিতে স্বপ্নার ‘ভুল’ নিয়োগ এবং কীভাবে তাকে ভিসা ফি-এর অজুহাতে বেতন দেওয়া হয়নি সে সম্পর্কে বিশদ বিবরণ দেওয়া হয়েছে। অভিযোগ করা হচ্ছে যে, সরকারি নথি অনুযায়ী, স্বপ্নাকে একটি অচেনা কোম্পানিতে সেলস ম্যানেজার হিসেবে নিয়োগ করা হয়েছিল। কিন্তু তিনি আসলে নওয়াজউদ্দিনের নাবালক সন্তানদের দেখাশোনা করছিলেন যখন তারা দুবাইয়ে পড়াশোনা করছিলেন। আইনজীবীকে স্বপ্না জানিয়েছেন যে নওয়াজউদ্দিন তাকে দুবাইয়ে ‘সম্পূর্ণ পরিত্যক্ত’ করে রেখেছেন এবং তার বেঁচে থাকার জন্যও ‘কোনো খাবার বা অর্থ রাখা নেই’।

পাশাপাশি এই বার্তার সঙ্গে রিজওয়ান কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন, ওই নারীকে যাতে দ্রুত উদ্ধার করা যায়। ভিডিওতে সাহায্য চেয়ে কাঁদতে শোনা যায় স্বপ্নাকে। তাকে নওয়াজের কাছে অনুরোধ করতে শোনা যায় যাতে তাকে তার বকেয়া পাওনা মিটিয়ে দেওয়া হয় ও ভারতে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়।

পূর্বপশ্চিমবিডি/এসএম

বলিউড,তারকা,নওয়াজউদ্দিন সিদ্দিকি,ধর্ষণ,অভিযোগ,স্ত্রী,আলিয়া
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close