অভিনেত্রীর আপত্তিকর ছবি ভাইরাল করার হুমকি

সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে কলকাতার অভিনেত্রী তৃণা সাহার আপত্তিকর ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালেই সংবাদমাধ্যমের কাছে এ প্রসঙ্গে মুখ খুলেছেন তিনি।
অভিনেত্রী জানান, এদিন সকালে তিনি একটা ফোন পান। যেখানে বলা হয়, এক ব্যক্তি তার নাম করে ১২ হাজার টাকার ওপর লোন নিয়েছে এবং ইমার্জেন্সি নম্বর হিসেবে তার ফোন নম্বর দেওয়া হয়েছে। যে ব্যক্তির থেকে লোন নেওয়া হয়েছে, সেই তৃণাকে ফোন করে আপত্তিকর ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দিচ্ছে।
সম্পর্কিত খবর
ওই ব্যক্তি তৃণাকে হুমকি দেয় যে, ধার নেওয়া টাকা শোধ না করলে তার আপত্তিকর ছবি ফেসবুকে ভাইরাল করে দেওয়া হবে।
এ প্রসঙ্গে তৃণার অভিযোগ, কীভাবে তার ব্যক্তিগত নম্বর এভাবে ছড়িয়েছে বা কে লোন নিয়েছে, কার কাছ থেকে টাকা ধার নেওয়া হয়েছে, কাউকেই চেনেন না তিনি। কোনোদিন নামও শোনেননি।
তিনি বলেন, আমি কখনোই চাই না, কারো আপত্তিকর ছবি ছড়িয়ে পড়ুক। তাই থানায় অভিযোগ দায়ের করবো। আপাতত নম্বরটা ব্লক করেছি। আপনাদেরও বলবো একটু সতর্ক থাকুন।
পূর্বপশ্চিমবিডি/এসএম