‘পাঠান’র বেআইনি প্রদর্শনী বন্ধ করলো পাকিস্তান

অন্য ভারতীয় ছবির মতোই পাকিস্তানে মুক্তির জন্য ছাড়পত্র পায়নি সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবি ‘পাঠান’। তবু পাকিস্তানের হলগুলোতে প্রদর্শিত হয়েছে শাহরুখ খান অভিনীত এ ছবি। প্রতিটি শো ছিলো হাউসফুল।
এবার সেই ব্যবসা থামিয়ে দিলো পাকিস্তানের সেন্সর বোর্ড। সিনেমাটির বেআইনি প্রদর্শন বন্ধে কড়া পদক্ষেপ নিয়েছেন তারা। সিন্ধ বোর্ড অব ফিল্ম সেন্সরস ‘পাঠান’র প্রদর্শন বন্ধ করে দিয়েছে।
সম্পর্কিত খবর
দেশটির শীর্ষ গণমাধ্যম ডন তাদের এক প্রতিবেদনে জানানো হয়, করাচিতে ডিফেন্স হাউজিং অথরিটিতে পাঠানকে বেআইনিভাবে দেখানো হচ্ছিলো। এছাড়া ‘ফায়ারওয়ার্ক ইভেন্টস’ নামে একটি সংস্থা পাকিস্তানের বিভিন্ন স্থানে পাঠান প্রদর্শনের আয়োজন করেছিলো।
এর আগে পাঠানের জন্য ৯০০ টাকায় টিকিট বাজারজাত করতে জন্য দু’টি ফেসবুক পেজে একটি বিজ্ঞাপন পোস্টও করা হয়। সেন্সর বোর্ডের এক নোটিসে তারা এই সিনেমার প্রদর্শন বন্ধ করে দিয়েছেন।
পাকিস্তানের সেন্সর বোর্ড এক বিবৃতিতে কড়া হুঁশিয়ারি দিয়েছে, বোর্ডের ছাড়পত্র না পেলে ব্যক্তিগত পরিসরে কোনো ছবির প্রদর্শন বেআইনি। অন্যথায় ৩ বছরের কারাদণ্ড বা ১ লাখ রুপি পর্যন্ত জরিমানা হতে পারে।
ভারতের বক্স অফিসে এ পর্যন্ত ‘পাঠানের আয় ৫০০ কোটি ছাড়িয়েছে। অন্যদিকে রোববার পর্যন্ত সারা বিশ্বজুড়ে সিনেমাটি মোট ৮৩২ কোটি টাকার ব্যবসা করেছে।
পূর্বপশ্চিমবিডি/এসএম