শুরু হচ্ছে উইজার্ড শোবিজের ‘ঢাকা মোটর ফেস্ট'

তিন দিনব্যাপী ‘ঢাকা মোটর ফেস্ট-২০২৩’ আয়োজন করতে যাচ্ছে উইজার্ড শোবিজ। আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)’র হল-৫ ও এক্সপো জোনে বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) থেকে শনিবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এ আয়োজন।
মেলায় মোটরগাড়ি, বাইক ও মোটর এক্সেসোরিজের প্রদর্শনীর পাশাপাশি দর্শকরা উপভোগ করতে পারবেন বাইক স্টান্ট শো, টেস্ট ড্রাইভ, লাইভ কনসার্ট, ড্রাইভিং মুভি প্রদর্শন, লাইভ মিউজিক, মডিফাইড মোটরগাড়ি কালেকশন। সঙ্গে থাকবে আরো অনেক আকর্ষণীয় সব গাড়ি ও মোটরসাইকেল।
সম্পর্কিত খবর
লাইভ কনসার্ট মাতাতে থাকবে আর্ক, মিজান এন্ড ব্রাদার্স, ভাইকিং, বে অব বেঙ্গল, সাবকনশাস ইত্যাদি খ্যাতনামা ব্যান্ড। সবার সম্মিলিত প্রয়াসে আনন্দময় ও জমকালো হয়ে উঠবে মেলার পরিবেশ এমনটাই আশা করছে আয়োজক প্রতিষ্ঠান।
মেলার আয়োজক প্রতিষ্ঠান উইজার্ড শোবিজ বাংলাদেশের অন্যতম একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি।
প্রতিষ্ঠানটি মোটর ফেস্ট, কনসার্ট, কর্পোরেট ইভেন্ট ইত্যাদি সফলভাবে আয়োজন করে আসছে বিগত দুই দশক ধরে। উইজার্ড শোবিজ চট্টগ্রামে মোট পাঁচবার সফলভাবে মোটর ফেস্ট আয়োজন করলেও এবার ঢাকায় প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে মেলাটি। তাই বাইকার এবং গাড়ি প্রেমীদের জন্য এ মেলায় থাকবে বিশেষ চমক ও বিনোদনের ব্যবস্থা।
পুর্বপশ্চিমবিডি/এসএম