বিতর্কের জবাব দিলেন রাশমিকা

ভারতের দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানাকে নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। তার বিরুদ্ধে অভিযোগ, এক সাক্ষাৎকারে নিজের সাফল্যের গল্পে অতীত প্রযোজনা সংস্থার নাম নেননি তিনি। শোনা যাচ্ছিল, যে কন্নড় ইন্ডাস্ট্রি থেকে তিনি উঠে এসেছেন, সেখানেই তাকে নিষিদ্ধ করা হচ্ছে! কয়েক দিন ধরে এ নিয়েও চলছিল ব্যাপক বিতর্ক। এই বিতর্কের প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী। বললেন, ‘আমাকে কন্নড় ভাষায় নিষিদ্ধ করা হয়নি।’
কন্নড় ছবি ‘কান্তারা’ এখন বক্স অফিসে ৪০০ কোটির বেশি ব্যবসা করছে। এই সাফল্যে দেশব্যাপী খ্যাতি অর্জন করেছেন ঋষভ শেঠি। রাশমিকার এই বিতর্ক ঋষভ শেঠিকে জড়িয়েই তৈরি হয়েছে। আর তা নিয়ে ট্রোলিংয়ের শিকারও হতে হয়েছে অভিনেত্রীকে। এবার এ বিষয়ে এক প্রশ্নের উত্তরে রাশমিকা বলেন, ‘তাদের জন্য অনেক ভালোবাসা রয়েছে। আমি জানি না এ বিষয়ে আমার কিছু বলার আছে কি না। এ বিষয়টি তাদের ওপরেই ছেড়ে দেয়া হোক।’
সম্পর্কিত খবর
চলতি বছর ‘গুডবাই’ সিনেমার মাধ্যমে বলিউডেও পা রেখেছেন এই অভিনেত্রী। যা কিছুদিন আগে মুক্তি পেলেও বক্স অফিসে খুব বেশি আয় করতে পারেনি। এ ছাড়া আরও দুটি হিন্দি ছবি ‘মিশন মজনু’ ও ‘অ্যানিমেল’-এ দেখা যাবে তাকে। বলিউডের পাশাপাশি দক্ষিণেও নিয়মিত অভিনয় করছেন তিনি। ‘পুষ্পা ২’ ও ‘ভারিসু’ ছবির শুটিংয়ে এখন ব্যস্ত এই অভিনেত্রী।