রাফীর নতুন ছবিতে নায়ক হচ্ছেন নিশো

'পরাণ' ও 'দামাল' ছবির পরিচালক রায়হান রাফী নতুন ছবি নির্মাণ করছেন। ছবির নাম ‘সুড়ঙ্গ’। তবে সূত্রের খবর ছবিটির নায়ক হচ্ছেন নাটকের জনপ্রিয় মুখ আফরান নিশো।
যদিও এ বিষয়ে নিশোর সঙ্গে যোগাযোগ করা তিনি জানাতে অপরাগতা প্রকাশ করেন। তবে বেশ কিছু প্রজেক্ট নিয়ে কথা হচ্ছে এবং চূড়ান্ত হয়েছে বলেও জানান নিশো। যা ধীরে ধীরে জানানো হবে। তবে সুড়ঙ্গ নিয়ে চূড়ান্ত কিছুই জানাননি তিনি।
সম্পর্কিত খবর
আগামী ১২ ডিসেম্বর সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা আসবে। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে আলফা আই ও চরকি।
জানা গেছে, ছবিটিতে নিশোর নায়িকা হিসেবে নিজের প্রেমিকাকে নিচ্ছেন রাফী। মিডিয়াপাড়ায় জোর গুঞ্জন, রাফী তমা মির্জার সঙ্গে প্রেম করছেন। আর সব ঠিক থাকলে এই তমাই হচ্ছেন নায়িকা।
যদিও এখনই সিনেমাটি প্রসঙ্গে গণমাধ্যমে আনুষ্ঠানিক কোনও মন্তব্য করতে চায় না সংশ্লিষ্টরা। সব জানার জন্য ১২ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।
ওটিটি প্লাটফর্ম চরকিতে দেখা যাবে সিনেমাটি।